ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২২ জুন ২০২৫  
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠিত

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি মাসউদ, সম্পাদক ডালিম

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)এর ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান সভাপতি এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ জুন) রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—

সহ-সভাপতি: কবির হোসেন (হেড অব নিউজ, দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক: আফজাল হোসেন (বিশেষ প্রতিনিধি, সময় টেলিভিশন), কোষাধ্যক্ষ: কামরুল ইসলাম ফকির (সিনিয়র রিপোর্টার, দেশকাল নিউজ),
সাংগঠনিক সম্পাদক: মো. তামজিদুল ইসলাম (বিশেষ প্রতিনিধি, এনটিভি), দপ্তর সম্পাদক: মো. মাইনুল আহসান (স্টাফ রিপোর্টার, যমুনা টেলিভিশন) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক: অলিউল ইসলাম রনি (স্টাফ রিপোর্টার, নাগরিক টেলিভিশন)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

মাজহারুল হক মান্না (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), মোহাম্মদ দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক), মোহাম্মদ গোলাম রব্বানী (দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস), আমিনুল ইসলাম মল্লিক (ঢাকা মেইল) ও সৈয়দা সাবরিনা মজুমদার (দেশ টিভি)।

নতুন কার্যনির্বাহী কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এই বার্ষিক সাধারণ সভায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়