ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২ জুলাই ২০২৫   আপডেট: ২০:০৪, ২ জুলাই ২০২৫
সংবাদমাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

বক্তব্য প্রদান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, “নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তবে এটা যেন পুরুষদের পেছনে ফেলে নারীদের এগিয়ে দেওয়ার প্রতিযোগিতা না হয়, বরং যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে।”

বুধবার (২ জুলাই) জবিতে ‘সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এবং মিডিয়া উন্নয়ন সংস্থা এমআরডিআই-এর সহযোগিতায় ফার্মেসি ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

বক্তব্যের শুরুতেই উপাচার্য ২০২৪ সালের জুলাইয়ে নিহত আন্দোলনকারীদের স্মরণ করেন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত সবার প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, “এ ধরনের সেমিনার নতুন চিন্তাভাবনা সৃষ্টি ও ভিন্নমত প্রকাশের জন্য অত্যন্ত জরুরি। সংবাদমাধ্যমে জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে কেবল সংখ্যা নয়, গুণগত অংশগ্রহণকেও গুরুত্ব দিতে হবে।”

এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

এছাড়া এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, মানবাধিকারকর্মী শীপা হাফিজাসহ জবির সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়