ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্মাণাধীন ভবনে এডিস মশার প্রজনন

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার প্রজনন অন্য জায়গার তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার দুপুরে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে এসে তিনি একথা বলেন।

মেয়র বলেন, ‘নির্মাণাধীন ভবন মালিক এবং কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা হয়েছে, যাতে কাজ চলার সময় কোনোভাবেই ভবনে পানি না জমে এবং এডিস মশার লার্ভা বংশ বিস্তার করতে না পারে। আমরা চিহ্নিত করছি, যেসব ভবন মালিকরা নগর কর্তৃপক্ষের এ কার্যক্রমে সাড়া দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। এসব বন্ধে নগর কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করবে।’

আজ থেকে এসব মোবাইল কোর্ট চলবে যতদিন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হয় বলেও জানান তিনি।

মেয়র বলেন, ‘আমাদের ৫৭ টি ওয়ার্ডের প্রতিটি বাসায় পরিচ্ছন্নতা কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা যাচ্ছেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, তা ধ্বংস করে পরিষ্কার করে দিয়ে আসছেন এবং ভবিষ্যতে এডিস মশার লার্ভা যেনো জন্মাতে না পারে সে জন্য বাসিন্দাদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৯/আসাদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়