ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃষ্টি থাকবে সারা দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃষ্টি থাকবে সারা দিন

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হওয়া বইছে। তবে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে রোববার সারা দিন বৃষ্টি থাকবে। একই সঙ্গে হালকা জলোচ্ছ্বাস হতে পারে।

সর্বশেষ তথ‌্য অনুযায়ী, বুলবুল সাতক্ষীরায় আঘাত হেনেছে। এর আগে সুন্দরবন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

ইতোমধ্যে, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২১ লাখের ও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের খাবার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সশস্ত্র বাহিনী।


ঢাকা/মামুন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ