ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার নির্দেশ

মুজিববর্ষে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মো. আনিছুর রহমানের বিদায় ও নবনিযুক্ত সচিব নূরুল ইসলামকে বরণ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম অবহিত করণ সভায় তিনি এ নির্দেশনা দেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, বঙ্গবন্ধু ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশন আজ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। দ্বীনের প্রকৃত শিক্ষা প্রচারে এ প্রতিষ্ঠান মানুষের আস্থার স্থল হয়ে দাঁডিয়েছে। লক্ষ লক্ষ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ প্রতিষ্ঠানের মাধ্যমে।

প্রতিমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধসহ আর্থ-সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠানকে বেশি ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের  মহাপরিচালক (অতি. দায়িত্ব)  মু. আ. হামিদ জমাদ্দার।

বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ী সচিব আনিছুর রহমান (বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নব যোগদানকৃত সচিব নূরুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহবুব আলম, মু. মহিউদ্দিন মজুমদার (বাদল), শফিকুর রহমান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক  সাইফুল ইসলাম, আ. হাই মোল্লা প্রমুখ।  

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুয়াজ্জেম হোসেন, এবিএম আমিন উল্লাহ নূরী, যুগ্ম সচিব জহির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়