ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বন্দরের দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নেবো’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্দরের দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নেবো’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  বলেছেন, দুদক স্থলবন্দর কর্তৃপক্ষের বিষয়ে দুর্নীতির যে ১৪টি উৎস চিহ্নিত করেছে  সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

পাশাপাশি দুর্নীতি রোধে যে ২৮টি সুপারিশ করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে দুদক কমিশনার ড. মোজাম্মেল হকের কাছ থেকে সুপারিশমালা গ্রহণ করার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুদককে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের মন্ত্রণালয়ের বিষয়ে মনোযোগ দিয়েছে।  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া আমাদের চ্যালেঞ্জ। তাদের প্রতিবেদন আমরা স্বাগত জানাই। এটা দলিল হিসেবেই নিচ্ছি। আমরা যথাযথ পদক্ষেপ নেবো।’

তবে কিছু ব্যবস্থা ইতোমধ্যে নেয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু সমস্যাও আছে, সেটা অস্বীকার করা যাবে না। আমরা দুদকের প্রত্যেকটা কথাই গ্রহণ করেছি। পর্যবেক্ষণ করে অবশ্যই ব্যবস্থা নেবো।’

এক প্রশ্নে তিনি বলেন, ‘গত ১১ বছরে এ সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি তার ধারাবাহিকতা রক্ষা করছি।’

দুদক কমিশনার ড. মোজাম্মেল হক বলেন, ‘দুর্নীতি প্রতিরোধের জন্য জোরালো ভূমিকা নিয়ে থাকে দুদক।  এটি প্রতিরোধমূলক কাজের অংশ। কোন-কোন ক্ষেত্রে দুর্নীতির উৎস আছে এখানে তা তুলে ধরা হয়েছে। গভীর মনোযোগ দিয়ে এসব অভিযোগ শুনলে আমার মনে হয় এ ধরনের সমস্যা থাকবে না।’

এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ১৬টি অনুসন্ধানী প্রতিবেদন জমা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এতে মন্ত্রণালয় লাভবান হয়েছে, সরকারও লাভবান হয়েছে।’


ঢাকা/ আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়