ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলাধুলা স্থগিত থাকবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খেলাধুলা স্থগিত থাকবে’

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব খেলাধুলা আপাতত স্থগিত থাকবে।

শনিবার (৪ এপ্রিল)  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল  এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে।  এ সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।  সচেতন থাকতে হবে।   জনাসমাগম এড়িয়ে চলতে দেশের জনগণকে সচেতন করতে হবে।  যেকোনও পর্যায়ের খেলাধুলাতে জনসমাগম ঘটে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সচিবালয়ের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী  ৩১ শে মার্চ পর্যন্ত খেলাধুলা স্থগিতের ঘোষণা দিয়েছিলেন।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ