ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়’

সচিবালয়ে প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়’

মানুষ ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।  করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাড়িয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।  তা না হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ আহ্বান জানান।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়।

মন্ত্রিসভা কমিটি জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,  প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বারবার অনুরোধ করেছি।  করোনা পরিস্থিতি আগের চেয়ে বেড়েছে।  সুতরাং জনগণের সহায়তা ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেজন্য মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সামাজিক দূরত্ব নিশ্চিতে বাসায় থাকুন।
 
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  শহরের সঙ্গে গ্রামে ব্যাপক প্রচারণা চালানো হবে।  যাতে করে মানুষ আরও বেশি সতর্ক হয়।  আমরা নিজেরাই যদি নিজেদের রক্ষা না করি তাহলে করোনা নিয়ন্ত্রণ আমাদের পক্ষে দুরূহ হবে।

খন্দকার আনোয়ার বলেন, চিকিৎসকরা বারবার অনুরোধ করে যাচ্ছেন। তারা বলছেন, চিকিৎসা কার্যক্রম দেওয়ার জন্য আমরা বাইরে আছি আপনার ঘরে থাকেন।

পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যা করবেন ডিজিটালভাবে করবেন।


ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়