ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চিকিৎসকদের জন্য গ্রামীণফোনের বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকদের জন্য গ্রামীণফোনের বিশেষ ছাড়

করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের পাশে দাঁড়াচ্ছে দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

আগামী ছয় মাস স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সার্টিফাইড করোনা চিকিৎসায় নিয়োজিত ২৫ হাজার চিকিৎসক মাসে মাত্র ১ টাকায় ৩০ জিবি (গিগাবাইট) ইন্টারনেট পাবেন।

এছাড়া, সব গ্রাহকের জন্য মাই জিপি থেকে সাপ্তাহিক সব ইন্টারনেট প্যাকে থাকছে ১০০ শতাংশ বোনাস।

শুক্রবার (৮ মে) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের সব গ্রাহক ভয়েস কলের ক্ষেত্রে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৮ পয়সা মিনিটে যেকোনো অপারেটরে কথা বলতে পারবে।

করোনা অর্থ লেনদেনে সমস্যা হলে গ্রামীণফোনের রিচার্জ কার্ড ও ফ্লেক্সিলোড এর ডিলারদের ১০ কোটি টাকা পর্যন্ত বাকির (Credit) সুবিধা দেবে কোম্পানিটি। গ্রামীণফোনের যেসব গ্রাহক নানা ধরনের ক্ষুদ্র ব্যবসায় যুক্ত তাদের জন্যে কিছুদিনের মধ্যেই নতুন কিছু অফার নিয়ে আসা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া, দেশের ১ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া এবং 'ডাকছে আমার দেশ' নামের কর্মসূচির মাধ্যমে সহযোগিতাও বজায় রাখা হবে।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়