ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে বাঘ ১০৬টি

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে বাঘ ১০৬টি

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের সহায়তায় স্টেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রকল্পের আওতায় সুন্দরবনে সর্বশেষ বাঘ শুমারি অনুসারে সেখানে বাঘের সংখ্যা ১০৬টি।

 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম পিনু খানের প্রশ্নের জবাবে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেনের পক্ষে উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ২০১৫ সালের জানুয়ারি হতে বর্তমান সময় পর্যন্ত কোনো বাঘ লোকালয়ে প্রবেশ করে গ্রামবাসী অথবা দস্যুদের হাতে নিহত হয়নি।

 

উপমন্ত্রী আরও বলেন, সুন্দরবনে সব এলাকাতেই কম-বেশি বাঘের বিচরণ পরিলক্ষিত হয়। বিধায় আলাদা করে বাঘের অভয়ারণ্য এবং বাঘ প্রজননকেন্দ্র ঘোষণা করার পরিকল্পনা নেই।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৬/এনআর/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়