ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের দাবি

নিজস্ব প্রতিবেদক : ২৫ শে মার্চকে বৈশ্বিক স্বীকৃতি দিতে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র থেকে বলছি নামের একটি সংগঠন।

সংগঠনের বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি লোকের জানা উচিত যে এই দিনে বাংলাদেশে পূর্বপরিকল্পিত গণহত্যা অনুষ্ঠিত হয়েছিল যাতে প্রায় ৩০ লাখ লোক শহীদ হ‌য়।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র থেকে বলছি ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি যেভাবে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয় একইভাবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে এটা বিশ্বকে জানানো প্রয়োজন।

তার আরো বলেন, জাতিসংঘ প্রতি বছর ৯ ডিসেম্বরকে গণহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে। যদিও এর পেছনে কোনো ঐতিহাসিক ঘটনা নেই। তাই ২৫ শে মার্চে সংঘটিত পূর্বপরিকল্পিত এই গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে বিশ্বকে জানানোর এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ধিমান দে, জান্নাতুল মনিকা, মইমুনা, প্রান্ত, প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৮/হাসিবুল/ইভা 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়