ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বাংলাদেশে আলু সেন্টার করতে চায় আইপিসি

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে আলু সেন্টার করতে চায় আইপিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশে একটি আন্তর্জাতিক আলু সেন্টার করতে চায় আন্তর্জাতিক আলু কেন্দ্র (আইপিসি)।

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত শেষে আইপিসির আঞ্চলিক সমন্বয়কারী ড. ইউ এস সিং এ কথা বলেন।

এর আগে ড. ইউ এস সিংয়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ইউ এস সিং বলেন, ‘আইপিসি বাংলাদেশে একটি কেন্দ্র স্থাপন করতে চায়; যেহেতু পূর্ব এশিয়ায় তেমন আলু চাষ হচ্ছে না। এ প্রস্তাবে কৃষিমন্ত্রী সায় দিয়েছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক আলু কেন্দ্র করার জন্য জমি দেবে আর কারিগরি সকল সহায়তা দেবে আইপিসি।’

কৃষিমন্ত্রী বলেছেন, ‘কীভাবে আলুর জাত উন্নয়ন ও তা প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা যায় সে ব্যাপারে আমরা আপনাদের (আন্তর্জাতিক আলু কেন্দ্র) সহযোগিতা চাই। অনুকূল আবহাওয়া ও মাটির কারণে কিছু জেলায় আলুর প্রায় ৩০টি জাতের চাষ ব্যাপকভাবে হয়। গত বছর আলুর উৎপাদন আমাদের চাহিদার চেয়ে প্রায় ৩০ লাখ টন বেশি হয়েছে। এছাড়াও পুষ্টিমান সম্পন্ন মিষ্টি আলুর চাষ হচ্ছে আমাদের দেশে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ড. এমএ বারী ও বাকৃবি’র ভিসি লুৎফুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়