ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

‘রাতে ব্যালট পেপার বক্সে ঢুকায় দেয়’, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ১৬ মে ২০২৪   আপডেট: ২২:৩২, ১৬ মে ২০২৪
‘রাতে ব্যালট পেপার বক্সে ঢুকায় দেয়’, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল

ভোটাদের কাছে প্রচারণা চালাচ্ছেন কামরুল হাসান খোকন

চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ভোররাতে ব্যালট বক্স ভরে রাখে বলে অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে সদর উপজেলা রুহিয়ায় নির্বাচনী প্রচারণায় কামরুল হাসান খোকন এ মন্তব্য করেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

দেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ৪ দফার এ নির্বাচনে ইতোমধ্যে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ করা হবে। সদর উপজেলা নির্বাচনে ১৮৫টা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২১ মে।

ভোটারদের উদ্দেশ্যে কামরুল হাসান খোকন বলেন, ‘প্রিজাইডিং অফিসারদের টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়, কোন সেন্টারে, কোন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ওই প্রিজাইডিং অফিসার পকেটে করে একটা বই (ব্যালট পেপার) নিয়ে যান, আর তার মনোনীত প্রার্থীর হাতে তুলে দেন। পরে ফজরের আজানের সময় দুই শত ব্যালট পেপারে সিল মেরে (ব্যালট বক্সে) ঢুকায় দেয়। ওই জন্য ভোট বেড়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম, সাড়া নেই। মানুষকে টেনে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া যায় না। কারণ ভোটের উপর যে মানুষের বিশ্বাস তা উঠে গেছে। আজ ভোটের প্রতি মানুষের বিশ্বাস নেই।’

কামরুল হাসান খোকন বলেন, ‘ভোটাররা ভোট দিতে যাচ্ছে না। সারা দিনে ২০০-২৫০ ভোট পড়ছে। অথচ একটি কেন্দ্রে ভোটার ২২০০ থেকে ৩ হাজার। কিন্তু ভোট শেষে গণনার সময় দেখা যাচ্ছে, ভোট পড়ছে ৩ হাজার। এত ভোট কোথায় থেকে আসল? গণমাধ্যমকর্মীরা তো সারা দিন ভোটকেন্দ্রে দাঁড়িয়ে ছিল। সংবাদকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পোলিং এজেন্ট দাঁড়িয়ে থাকে। সারা দিন ভোটের দেখা নাই, কিন্তু সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে, তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন। চালাকি ও ধান্দাবাজি করে যে আমরা ভোট করছি, এ কারণে ভোটের প্রতি মানুষের আস্থা নেই। ভোট দিতে যায় না।’

ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘এ অবস্থা সৃষ্টির জন্য আমি নিজে আওয়ামী লীগ করি, এর জন্য আমরাই দায়ী। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ ৬৯ হাজার মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের জন্ম। এই বাংলাদেশ হুট করে আকাশ থেকে নেমে পড়ে নাই। এই দেশের জন্য অনেক লড়াই ও সংগ্রাম করেছি।’

ভাইরাল হওয়া ভিডিওর বক্তব্য নিয়ে কথা হয় কামরুল হাসান খোকনের সঙ্গে। প্রকাশিত বক্তব্য নিজের বলে স্বীকার করে তিনি রাইজিংবিডি-কে বলেন, ‘আমি বর্তমান অবস্থার শুধু বাস্তব চিত্রটা তুলে ধরেছি। আমি সত্য বলতে কখনোই পরোয়া করিনি, করবও না।’

নিজ দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কখনও এরকমভাবে ভোট ব্যবস্থার পক্ষে ছিলেন না বা তিনি উৎসাহী করেননি। এগুলো শুধু তৃণমূলের কিছু অতি উৎসাহী অসৎ নেতার ভুল কাজ।’ 

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া) ও কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ)। এছাড়াও পাচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

১ পৌরসভা ও ২২টি ইউনিয়নে সদর উপজেলা গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৪ হাজার ৯০৩ জন, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও হিজরা ৪ জন। 
 

হিমেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়