ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা যুদ্ধবিরতি ‘জটিল’ পর্যায়ে রয়েছে: কাতার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৬ ডিসেম্বর ২০২৫  
গাজা যুদ্ধবিরতি ‘জটিল’ পর্যায়ে রয়েছে: কাতার

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি সুসংহত করার আলোচনা ‘জটিল’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি। শনিবার কাতারে দোহা ফোরাম সম্মেলনে এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেছেন।

আল-থানি জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

গাজা যুদ্ধবিরতির জন্য একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ছিল কাতার। ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সহিংসতা কমেছে কিন্তু থামেনি।

আল-থানি বলেছেন, “আমরা একটি জটিল মুহূর্তে আছি। সেই সময়টি এখনো আসেনি। তাই আমরা যা করেছি তা হল একটি বিরতি।”

তিনি বলেন, “আমরা এখনো এটিকে যুদ্ধবিরতি হিসাবে বিবেচনা করতে পারি না। ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্পন্ন করা যাবে না - (যতক্ষণ না) গাজায় স্থিতিশীলতা ফিরে আসে, মানুষ ভিতরে এবং বাইরে যেতে পারে - যা আজকে হয় না।”

রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি ছিটমহলে দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপগুলি অর্জনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। এই পরিকল্পনায় গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে, যার তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক ‘শান্তির বোর্ড’ এবং একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী থাকবে। এই বাহিনীর গঠন এবং ম্যান্ডেট নিয়ে একমত হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং ছিল।

বৃহস্পতিবার একটি ইসরায়েলি প্রতিনিধিদল গাজায় আটক সর্বশেষ জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মধ্যস্থতাকারীদের সাথে কায়রোতে আলোচনা করেছে। এটি  ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক অংশটি সম্পন্ন করবে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দি এবং দোষী সাব্যস্ত বন্দিদের বিনিময়ে ২০ জন ইসরায়েলি জীবিত জিম্মি এবং ২৭টি মৃতদেহ ফিরিয়ে দিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং হামাসের অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে। হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়