ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল নতুন ঠিকানা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৪৭, ৭ ডিসেম্বর ২০২৫
চিরকুটসহ রেখে যাওয়া সেই নবজাতক পেল নতুন ঠিকানা

আমি এক হতভাগী, বাচ্চাটাকে কেউ নিয়ে যাবেন—লেখা চিরকুট ও ওষুধ রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির ঠিকানা হয়েছে নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে। রবিবার (৭ ডিসেম্বর) শিশুটিকে হস্তান্তর করা হয়।

এর আগে, গত ৬ নভেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এই নবজাতককে রেখে পালিয়ে যান নানা-নানী পরিচয় দেওয়া এক দম্পতি।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, ‘‘গত মাসের ৬ তারিখ এক দম্পতি বাজারের ব্যাগে এক নবজাতক শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এ সময় নবজাতকের মা কই জানতে চাইলে তারা বলেন, নিচে আছে। মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। তবে, নবজাতকের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল- আমি মুসলিম। আমি একজন হতভাগি। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শিশুটির সুচিকিৎসার জন্য অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে পত্র দেয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। পরে তারা শিশুটিকে সুস্থ করে তোলে। তারই প্রেক্ষিতে গত ১১ নভেম্বর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালনপালন ও পরিচর্যাকারীর জন্য ঘোষণা দিলে ১৫টি আবেদন পড়ে। আবেদনগুলো যাচাই-বাছাই করে নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করা হয়েছে।’’

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘‘শিশুটিকে লালন-পালন এবং চিকিৎসা প্রদানের জন্য অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নিঃসন্তান এক দম্পতির কাছে শিশুটিকে আনুষ্ঠানেকভাবে হস্তান্তর করা হয়েছে।’’

আরো পড়ুন: ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়