ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন হাইটেক অফিসে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের সনদ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৭ ডিসেম্বর ২০২৫  
ওয়ালটন হাইটেক অফিসে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের সনদ বিতরণ

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষক টিমের মাধ্যমে প্রদত্ত অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কর্পোরেট অফিসের অলোম্পিয়াস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে ওয়ালটন কর্পোরেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেখ মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইএচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি এএমডি মো. নজরুল ইসলাম সরকার সবার উদ্দেশে ফায়ার সেফটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে বক্তব্য রাখেন। 

তিনি বলেন, সম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে হবে। 

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সবার মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এএমডি মো. নজরুল ইসলাম সরকার।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়