ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট মহানগরে অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৯৭টি, বিভাগে ৩৬২

সিলেট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫০, ৭ ডিসেম্বর ২০২৫
সিলেট মহানগরে অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৯৭টি, বিভাগে ৩৬২

ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলোকে তিনস্তরে ভাগ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট মহানগর ও বিভাগজুড়ে ভোটকেন্দ্রগুলোর ঝুঁকি–বিশ্লেষণ শেষ করেছে পুলিশ। কেন্দ্রের অবস্থান, ভোটারের সংখ্যা, দুর্গম এলাকা, সীমান্তঘেঁষা এলাকা এবং রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় কেন্দ্রগুলোকে তিনস্তরে ভাগ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের আওতায় ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টি অতি গুরুত্বপূর্ণ (লাল), ১৩২টি গুরুত্বপূর্ণ (হলুদ) এবং ৬৫টি সাধারণ (সবুজ)। বিভাগজুড়ে চার জেলার ২ হাজার ৬৪১টি কেন্দ্রের মধ্যে ৩৬২টি অতি গুরুত্বপূর্ণ, ৮৯৮টি গুরুত্বপূর্ণ এবং ১ হাজার ৩৮১টি সাধারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

আরো পড়ুন:

অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি–অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো বিশৃঙ্খলার সময় দায়িত্বরত পুলিশ ভিডিও ধারণ করবেন, যা পরবর্তী তদন্তে ডিজিটাল প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।

প্রতিটি কেন্দ্রের নিরাপত্তার জন্য কমপক্ষে তিনজন পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রসহ ১৩ জন আনসার থাকবেন। ১০ জন আনসার থাকবেন অস্ত্রবিহীন (৬ পুরুষ, ৪ নারী)। কেন্দ্রের বাইরে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী রাইজিংবিডি-কে বলেন, ‘‘আমরা এ কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলছি না। অতি গুরুত্বপূর্ণ বলছি।  নির্বাচন সামনে রেখে আমরা কেন্দ্রগুলোকে লাল, হলুদ ও সবুজ চিহ্নিত করে দিয়েছি।  নির্বাচনকে কেন্দ্র করে এভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হবে।’’   

সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান রাইজিংবিডি-কে বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের ৪ জেলার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে কাজ পরিচালনা করা হচ্ছে। সকল পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া আছে। তারা সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।’’
 

ঢাকা/রাহাত/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়