ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের দিনে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীতে বৃষ্টি হয়েছে। সকালে ঈদের জামাতের পর পশু কোরবানির সময় কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার সব এলাকায় বৃষ্টি হয়নি। এখনো বৃষ্টিপাতের পরিমাণও রেকর্ড করা হয়নি।

গত কয়েক দিনে ঢাকায় বৃষ্টি এবং প্রখর রোদ মিলে বিচিত্র আবহাওয়া বিরাজ করছিল। এ অবস্থায় ঈদের দিনের বৃষ্টিকে স্বস্তির বৃষ্টি বলে মনে করছেন রাজধানীবাসী। কোরবানির পশুর রক্ত এবং বর্জ্য বৃষ্টির পানিতে পরিষ্কার হবে বলেও মনে করছেন তারা।

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিং, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ