ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈদের তৃতীয় দিনেও হাতিরঝিলে বিনোদনপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের তৃতীয় দিনেও হাতিরঝিলে বিনোদনপ্রেমীরা

হাতিরঝিলে বিনোদনপ্রেমীরা

ঈদসহ বিভিন্ন উৎসব ও সরকারি ছুটির দিনে হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নামে। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদের ছুটি শেষ হওয়ার পরও সোমবার (৩ আগস্ট) দর্শনার্থীদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে হাতিরঝিলে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে হাতিরঝিলের রামপুরা, বাড্ডা, পুলিশ প্লাজা, মগবাজার, কারওয়ান বাজার পয়েন্টে ঘুরে দেখা গেছে, অনেক মানুষ বেড়াতে এসেছেন। তবে ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের মতো ভিড় নেই রাজধানীর অন‌্যতম এই বিনোদন স্পটে।

রাজধানীর মান্ডা থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন আতিক হাসান। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজ ঘুরতে এলাম এখানে। হাতিরঝিলে এলে মন ভালো হয়ে যায়। স্বস্তির নিশ্বাস ফেলা যায়।’

রামপুরা পয়েন্টে কথা হয় সেগুনবাগিচার বাসিন্দা আবির ও যায়েদার সঙ্গে। ওই দম্পতি বলেন, ‘ঈদে পশু জবাই ও রান্না নিয়ে ব্যস্ত থাকায় আজ ঘুরতে বেরিয়েছি। দুপুরে চিড়িয়াখানা ও বোটানিক‌্যাল গার্ডেনে গিয়েছিলাম। ওগুলো বন্ধ থাকায় হাতিরঝিলে এলাম। ভালোই লাগছে। এখানে রাতের আলো ঝলমল দৃশ্য দেখে বাসায় যাব।’

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দর্শনার্থীরা যাতে হাতিরঝিলে নিরাপদে ঘুরতে পারে, সেজন‌্য পুলিশ সদস‌্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।’  

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়