ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে ২২ লাখ টাকার চেক হস্তান্তর

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৯ অক্টোবর ২০২০  
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে ২২ লাখ টাকার চেক হস্তান্তর

বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী দেওয়া ২২ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কৃতি খেলোয়াড় মো. নুরুল ইসলামের হাতে তার চিকিৎসা ব্যয় বহনের এ অর্থ তুলে দেওয়া হয়।

মো. নুরুল ইসলাম মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের ৩ নং সাব-সেক্টরে উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেন।  

ময়মনসিংহের এ কৃতি সন্তান একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। তিনি ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা খেলায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

চেক গ্রহণের সময় মো. নুরুল ইসলাম প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়