ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জরিমানা ছাড়া যানবাহন নবায়নের সময় আবারও বাড়লো

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩ জানুয়ারি ২০২১  
জরিমানা ছাড়া যানবাহন নবায়নের সময় আবারও বাড়লো

জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আবারও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (৩ জানুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বিষয়টি জানিয়েছেন।

চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছাড়া মূল কর/ফি জমাপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের পরে আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদের সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। সেই সময় শেষ হওয়ার পর নতুন করে আবার সময়সীমা বাড়ানো হলো।

ঢাকা/হাসিবুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ