ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৩য় ধাপের নির্বাচনও ভালো হয়েছে: ইসি সচিব 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ০৪:৪৮, ৩১ জানুয়ারি ২০২১
৩য় ধাপের নির্বাচনও ভালো হয়েছে: ইসি সচিব 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর

তৃতীয় ধাপের নির্বাচনন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, ‘এবারে ৬০ সতাংশর মতো ভোট পড়বে।’

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সচিব এসব কথা বলেন। 

ইসি সচিব বলেন, ‘আজকের নির্বাচনে জামালপুরের শরিষাবাড়িতে ব্যালট পেপার হারিয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে।  এই দুটি ঘটনা বাদ দিলে সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে।’

উল্লেখ‌্য, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন দেশের ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ হয়েছে। এই ধাপে সব পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।   

ঢাকা/হাসিবুল/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ