ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রবীণদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে’

সচিবালয় প্রতিবেদক    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১  
‘প্রবীণদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার প্রবীণ নাগরিকদের জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তার পরিধি বাড়ানো হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের (বাইগাম) ৫৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বাইগাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মো. মোতাহের হোসেন।

মন্ত্রী বলেন, ‘আজকের প্রবীণরাই তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে উন্নত করার সুমহান প্রত্যয় নিয়ে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক সময়ের অচেনা বাংলাদেশকে ইতিমধ্যে সারা বিশ্বের রোল মডেলে পরিণত করতে পেরেছেন।’

২০১৯-২০২০ অর্থবছরে ১১২ উপজেলাকে শতভাগ বয়ষ্কভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে ৪৯ লাখেরও বেশি প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।’
 

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়