ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেফাজতের হরতালে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৮:৪৯, ২৭ মার্চ ২০২১
হেফাজতের হরতালে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

হেফাজতে ইসলামের ডাকা আগামীকাল রোববারের (২৮ মার্চ) হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৭ মার্চ) বিকেলে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এক সভায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘কাল (রোববার) ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথাসময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের অভিযোগে শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

উল্লেখ‌্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ ঢাকায় আসেন নরেন্দ্র মোদি।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়