ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রবিবার রাঙামাটিতে হরতালের ডাক

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৬ অক্টোবর ২০২৫  
রবিবার রাঙামাটিতে হরতালের ডাক

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত করার দাবিতে আগামী রবিবার (১৯ অক্টোবর) রাঙামাটিতে হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে সচেতন ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৯ জন সদস্যের মধ্যে তিনজন সার্কেল চিফ, তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানসহ সবাই পাহাড়ি। আমরা বৈষম্যমূলক এই কমিশন চাই না।” 

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আগামী রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে দেশপ্রেমিক ছাত্র-জনতা অবস্থান নেবে। বৈঠক স্থান ঘেরাও এবং পৌর এলাকায় হরতাল পালন করা হবে।”

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনে জনসংখ্যা অনুপাতে সব জাতিগোষ্ঠী থেকে সমান সংখ্যক সদস্য নিশ্চিত করা, ভূমির বর্তমান অবস্থা নিশ্চিত করা, ২০১৬ এর ধারা সমূহ বাতিল করাসহ ৮ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলার সভাপতি মো. তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়