ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সোনারগাঁওয়ে তাণ্ডবকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৪ এপ্রিল ২০২১  
‘সোনারগাঁওয়ে তাণ্ডবকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হঠাৎ করে তাণ্ডব কেন? নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে। আমরা তদন্ত করে দেখছি। যারাই তাণ্ডব করে থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডব বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।  

মামুনুল হকের বিষয়ে টেলিভিশনে প্রচারিত কথোপকথনের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোনারগাঁও উপজেলার একটি রিসোর্টে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক এক নারীকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই নারী তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরও বিস্তারি জেনে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর ওই রিসোর্টে হামলা হয়েছে। সেখানে কয়েকজন বিদেশি ছিলেন। পুলিশ ও বিজিবি গিয়ে তাদের রক্ষা করেছে। যারাই এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়