ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন চায় বারভিডা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৬ মে ২০২১  
বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন চায় বারভিডা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ‌্যান্ড ডিলার্স অ‌্যাসোসিয়েশন (বারভিডা)। বর্তমানে লকডাউনের মধ‌্যেও সমুদ্রবন্দর, কাস্টমস হাউস এবং ব্যাংক খোলা থাকায় বারভিডার সদস্যরা তাদের আমদানি করা গাড়িগুলো ছাড় করছেন। কিন্তু বিআরটিএ বন্ধ থাকায় ক্রেতারা গাড়ি রেজিস্ট্রেশন করতে পারছেন না এবং ‘নম্বর’ না পাওয়ায় কেনা গাড়ি ব্যবহার করতে পারছেন না।

অথচ, বর্তমান লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতারা জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারতেন। গাড়ি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারও রাজস্ব পেত। এ অবস্থায়, অন্যান্য সেবা সংস্থার মতো বিআরটিএ সীমিত পরিসরে খোলা রাখার দাবি জানিয়েছে বারভিডা।

বৃহস্পতিবার (৬ মে) সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ধন‌্যবাদ জানিয়েছে বারভিডা।

ঢাকা/শিশির/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ