ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিমানের ম্যানচেস্টার ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২২ মে ২০২১  
বিমানের ম্যানচেস্টার ফ্লাইট ৩০ জুন পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (২২ মে) বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

করোনাকালে যাত্রী সংকটের কারণে এ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। জুন মাসের শেষে এ সিদ্ধান্ত আবার যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বাংলাদেশ বিমান সূত্র জানিয়েছে।

তবে দেশটির লন্ডন রুটে বিমানের ফ্লাইট যথারীতি চলবে। বিমান বর্তমানে লন্ডন রুটে সপ্তাহে একটি ফ্লাইট (বুধবার) পরিচালনা করছে।

বিমান জানায়, বাংলাদেশ ও স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতের কলকাতা ও দিল্লি, ওমানের মাস্কাট, নেপালের কাঠমান্ডু এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি রুটের ফ্লাইট বন্ধ থাকবে।

এছাড়া, বিমানের সৌদি আরবের মদিনা, কুয়েত এবং ব্যাংকক রুটের ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। ২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রথম ঢেউ চলার সময় থেকে এ তিনটি রুট বন্ধ আছে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরও এসব রুটে ফ্লাইট পুনরায় চালু হয়নি।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়