ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২৯ মে ২০২১   আপডেট: ১০:০৪, ২৯ মে ২০২১
মোহাম্মদপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন।

শনিবার (২৯ মে) ভোর ৫টার দিকে উদ্ধার করে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিন জন হলেন, মো. সোহেল (৩৫) তার স্ত্রী লাবণী আক্তার (২৫) ও তাদের ২ বছরের ছেলে মুরসালীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব‌্যরত চিকিৎসক জানান, আগুনে সোহেলের শরীরের ৭৫ শতাংশ, লাবণী আক্তারের ৩০ শতাংশ ও মুরসালীনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।

তাদের প্রতিবেশী রূপা আক্তার বলেন, ‘মধ‌্য রাতে কান্নার শব্দ শুনে আমরা গিয়ে দেখি তাদের টিন সেড ঘরে আগুন জ্বলছে। আশেপাশের লোকজন গিয়ে সোহেল ও লাবণীকে উদ্ধার করে। তবে আগুন বেশি থাকায় বাচ্চাটাকে আমরা উদ্ধার করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে মুরসালীনকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, দগ্ধ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গ‌্যাসের লিকেজ থেকে ওই বাসায় আগুন লাগে। 

ঢাকা/বুলবুল/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়