ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সমাজিক নিরাপত্তার আওতায় আনা হবে’  

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৬ জুন ২০২১  
‘করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সমাজিক নিরাপত্তার আওতায় আনা হবে’  

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে সমাজিক নিরাপত্তার আওতায় আনা হবে। এ লক্ষে ২০২১-২২ অর্খবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রোববার (৬ জুন) বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৬তম বোর্ডের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে   তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারসহ বোর্ডের অন্যান্য সদস্যরা যুক্ত ছিলেন।

তিনি বলেন, ‘সেবার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজে করছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার প্রমাণ করেছে, এ সরকার অসহায় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক। সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগীদের হাতে হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পোঁছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। জুন মাসের মধ্যে সব ভাতা জিটুপি পদ্ধতিতে সরাসরি জনগণের কাছে পৌঁছে যাবে।’ 

ঢাকা/আসাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়