ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৭ জুন ২০২১  
বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসাবে শুকনো ও  অন্যান্য খাবারের ৯০০ প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রোববার (৬ জুন) এ বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দকৃত  ৯০০ প্যাকেট খাবার ৯০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া ও নুডুলস আছে, যা ৪ সদস্য বিশিষ্ট পরিবারের এক সপ্তাহের খাবারের চাহিদা মেটাতে পারে।

রোববার ভোরে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

ঢাকা/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ