ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেশে আরও ভ্যাকসিন আসবে: প্রধানমন্ত্রী 

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৩ জুলাই ২০২১   আপডেট: ১৪:৫৬, ৩ জুলাই ২০২১
দেশে আরও ভ্যাকসিন আসবে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে মডার্না ও সিনোর্ফামের মোট ৪৫ লাখ ডোজ করোনার টিকা এসেছে। আমরা আশা করছি, এ মাস থেকে আরও ভ্যাকসিন আসবে। আমরা ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারব।

তিনি বলেন, ‘চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ভ্যাকসিন উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।  

আরও পড়ুন: দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বিদেশে যাবেন, করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছি। এজন্য ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেবো।’ 

ঢাকা/আসাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ