ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংগীতের স্বার্থ সংরক্ষণে তিন সংগঠনের কর্মপরিকল্পনা ঘোষণা শনিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৯ জুলাই ২০২১  
সংগীতের স্বার্থ সংরক্ষণে তিন সংগঠনের কর্মপরিকল্পনা ঘোষণা শনিবার

চলমান করোনা মহামারির পরিপ্রেক্ষিতে সংগীতের সব পক্ষের উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে এ সংক্রান্ত তিনটি বড় সংগঠন। মহামারি পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা ঘোষণার জন্য আগামী শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রে সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, গীতিকবি সংঘ, বাংলাদেশ-এর সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী এবং মিউজিক কমপোজার্স সোসাইটি বাংলাদেশ-এর সভাপতি নকীব খান স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান মহামারিতে আমাদের সংগীতাঙ্গনে জড়িত সবাই চরম ক্ষতিগ্রস্ত।  কারণ, আমাদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম স্টেজ শো ও নতুন গান সৃষ্টি।  যা গত দেড় বছর ধরেই প্রায় বন্ধ। এছাড়া গত ৫০ বছর ধরে গীতিকবি, সুরস্রষ্টা ও কণ্ঠশিল্পীরা নানা অনিয়ম, অবহেলা আর প্রাপ্য সম্মান ও সম্মানি থেকে বঞ্চিত হয়ে আসছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে সংগঠিত হয় গীতিকবি সংঘ বাংলাদেশ, মিউজিক কমপোজার্স সোসাইটি বাংলাদেশ ও সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই তিনটি সংগঠন দেশের প্রায় সব গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের পক্ষ থেকে গত এক বছর ধরে নিরলস কাজ করে চলেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও কপিরাইট বোর্ডের সঙ্গে যুক্ত থেকে।  এর মধ্যে বেশ কিছু আইন বাস্তবায়ন ও দাবি আদায় হয়েছে।  বাকি রয়েছে আরও অনেকটা পথ। 

সেই পথ শেষ পর্যন্ত সফলতার সঙ্গে পাড়ি দেওয়ার লক্ষ্যে আরও ঐক্যবদ্ধ হতে কিছু কর্মপরিকল্পনা আগামী ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এতে উপস্থিত থাকবেন তিন সংগঠনের নেতৃস্থানীয় ও সংগীত ব্যক্তিত্বরা।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়