ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এখন বাংলাদেশকে সহায়তা করতে সবাই রাজি: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৯ জুলাই ২০২১   আপডেট: ০৯:১৫, ২০ জুলাই ২০২১
এখন বাংলাদেশকে সহায়তা করতে সবাই রাজি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।  সবাই বাংলাদেশকে সহায়তা করতে রাজি। এটাই এ সফরে সফলতা।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক সংযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  এ সময় তিনি এ কথা বলেন।

এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।  এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক যোগাযোগ, উভয় দেশের করোনা মহামারি এবং টিকাদান পরিস্থিতি, অস্থায়ীভাবে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের স্বদেশ প্রত্যাবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়