ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়তি ভাড়া, তবু বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২০ জুলাই ২০২১  
বাড়তি ভাড়া, তবু বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

রাত পোহালে পবিত্র ঈদুল আযহা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে হবে। তাই দুর্ভোগ উপেক্ষা করেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছেন হাজারও মানুষ। 

গত কয়েক দিনের মতো মঙ্গলবারও (২০ জুলাই) রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি বেশিরভাগ মানুষকে।
 
পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, ঘরমুখো যাত্রীর চাপ আছে। আগামী শুক্রবার (২৩ জুলাই) থেকে গার্মেন্টস বন্ধ থাকবে। তাই ঈদের দিনেও যাত্রীর চাপ থাকতে পারে।
একাধিক যাত্রী জানান, ঈদের পর আবারও লকডাউনের কারণে পোশাক কারখানা বন্ধ থাকবে। এ কারণে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পরিবার নিয়ে কুমিল্লায় যাচ্ছেন সালেহা বেগম। তিনি বলেন, ‘সোমবার অফিস ছুটি হয়েছে। ভেবেছিলাম আজ যাত্রীর চাপ থাকবে না। কিন্তু সকাল থেকে প্রচুর যাত্রী। প্রতি সিটে দুজন করে যাত্রী বসানো হচ্ছে। ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।’

পরিবারসহ চাঁদপুর যাবেন আব্দুর রহমান। তিনি বলেন, ‘সকাল ৭টায় এসেছি। তিশা পরিবহনে ৫০০ টাকা করে ভাড়া নিচ্ছে। প্রতি সিটে দুজন করে যাত্রী। যেতে হবে তাই বাড়তি ভাড়া দিয়েই বাড়ি যাচ্ছি।’

তিশা পরিবহনের কাউন্টার ম্যানেজার মনোয়ার হোসেন বলেন, ‘আমরা এক সিটে একজন যাত্রী নিচ্ছি। আজ বিকেল থেকে যাত্রী চাপ বাড়বে, তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’

লাল সবুজ পরিবহনের নোয়াখালীর যাত্রী শাহরিয়ার রহমান বলেন, ‘অধিকাংশ বাসেই পাশের সিট খালি রাখা হচ্ছে না। ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত লাল সবুজ পরিবহনের আগের ভাড়া ছিল ৩৫০ টাকা, এখন আদায় করা হচ্ছে ৬০০ টাকা করে।’

এদিকে ফুলবাড়ি বাস টার্মিনালেও বাড়তি ভাড়া এবং উভয় সিটে যাগ্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুরের শিবচরগামী আনোয়ার হোসেন বলেন, ‘গুলিস্তান থেকে মাওয়া ঘাটের ভাড়া ১৪০ টাকা করে নিচ্ছে। প্রতি সিটে দুজন করে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।’ 

ইলিশ পরিবহনের কাউন্টার ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদেরও পরিবার আছে। ঈদ তো আমাদেরও করতে হবে। তাই বোনাস হিসেবে যাত্রীর কাছ থেকে ১০ টাকা করে বকশিস নিচ্ছি।’

সায়েদাবাদ ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) উপ-পরিদর্শক বোরহান মিয়া বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করা হলেও যাত্রীরা তা মানছে না। স্বাস্থ‌্যবিধি না মানায় যাত্রী ও চালকসহ ১৪ জনকে জরিমানা করা হয়েছে। আমাদের প্রচার ও জরিমানা দুটোই অব‌্যাহত থাকবে।’

ঢাকা/আসাদ/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়