ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কোরবানির চামড়া অধিকাংশই মাদ্রাসায় দান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২১ জুলাই ২০২১  
কোরবানির চামড়া অধিকাংশই মাদ্রাসায় দান

ক্রেতা ও সঠিক দাম না পাওয়ায় অধিকাংশ কোরবানির পশুর চামড়া মাদ্রাসায় বিনামূল্যে দান করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) দুপুর থেকে রাজধানীর রায়েরবাগ, কদমতলী, মাতুয়াইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসায় বাসায় গিয়ে মাদ্রাসা ও এতিমখানার পক্ষে চামড়া সংগ্রহ করতে দেখা গেছে।

রায়েরবাগের মুজাহিদ নগরের বাসিন্দা হাজী আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার কাঁচা চামড়ার মূল্য প্রতি বর্গফুট ঢাকায় ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করেছে। সে হিসেবে একটি ছোট গরুর চামড়ার দাম হবে ১ হাজার টাকার ওপরে। কিন্তু ব্যাপারীরা বড়-ছোট গরুর চামড়ার দাম বলে ৩০০ থেকে ৮০০ টাকা। তাই চামড়া এতিমখানায় বিনামূল্যে দান করেছি।’

বিভিন্ন মহল্লা ঘুরে দেখা গেছে, সিএনজি, ভ্যান, রিকশা ও পিকআপে করে চামড়া সংগ্রহ করছেন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকরা। সংগৃহীত চামড়া এতিমখানা ও মাদ্রাসা নিকটবর্তী স্থানে স্তুপ করে লালবাগের পোস্তায় নিয়ে যাওয়া হচ্ছে। 

মুজাহিদ নগর তালীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা আজিজুল ইসলাম বলেন, ‘রায়েরবাগ, পাসপোর্টসহ কদমতলী থানার বিভিন্ন এলাকা থেকে বিনামূল‌্যে ৪০০ চামড়া পেয়েছি। আমাদের ফোন দিয়ে চামড়া আনতে বলা হলে ছাত্র-শিক্ষকরা গিয়ে নিয়ে আসেন। অন্য বছরের তুলনায় এবার পশু কোরবানি কম হওয়ায় চামড়াও কম পেয়েছি। দানকৃত চামড়া লালবাগের পোস্তায় নিয়ে যাচ্ছি।’

মেরাজনগর হাফেজি ও ইয়াতিম খানার শিক্ষক হাফেজ মো. নুর হোসেন জানান, বেলা ১২টা থেকে চামড়া সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০০ চামড়া সংগ্রহ করা হয়েছে।

ঢাকা/আসাদ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়