ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিটি ইউনিয়নে একটি করে কবরস্থান স্থাপনের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ৩০ আগস্ট ২০২১  
প্রতিটি ইউনিয়নে একটি করে কবরস্থান স্থাপনের সুপারিশ

প্রতিটি ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে একটি করে কবরস্থান স্থাপনের জন্য  সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য একটি নীতিমালা তৈরির সুপারওশো করা হয়।

রোবাবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে এসুপারিশ করা হয়। কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য্য, মো. মসিউর রহমান রাঙ্গা, মো. শাহে আলম, মো. ছানোয়ার হোসেন এবং আব্দুস সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।

কমিটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২৮ কোটি টাকা ব্যয়ে স্টাডি কার্যক্রমের বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে।

‘আমার গ্রাম আমার শহর’ এর কার্যক্রম বাস্তবায়নের হালনাগাদ তথ্য আগামী সভায় উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রধান প্রকৌশলী, নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তরসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

আসাদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ