ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে রাজধানীর ৩ লাখ শিক্ষার্থী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ অক্টোবর ২০২১  
করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করেছে রাজধানীর ৩ লাখ শিক্ষার্থী

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

রাজধানীর ৩ লাখ শিক্ষার্থী করোনাভাইরাসের টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান তিনি।

এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষার্থীদের টিকা দিতে শিক্ষা মন্ত্রণালয় ঢাকায় ১২টি স্থান নির্ধারণ করেছে। আপাত সেসব স্থানেই শুরু হবে টিকাদান কার্যক্রম। পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হবে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলো।

তিনি আরও জানান, রাজধানীতে কার্যক্রম শুরুর পর দ্রুততম সময়ে সারা দেশে শিক্ষার্থীদের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে ১ নভেম্বর।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়