ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএন‌সি‌সি ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৯ জানুয়ারি ২০২২  
ডিএন‌সি‌সি ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

করোনার বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাসহ সরকারি নির্দেশনাসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য চলমান উচ্ছেদের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন (ডিএন‌সি‌সি)। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ বৈশাখী সুপার মার্কেট ও খিলক্ষেত বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ১০টি মামলায় ২৩ হাজার ৩ শ’ টাকা জরিমানা আদায় করেছেন ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত। 

আদালতের নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী (অঞ্চল-৪) ও মো. জুলকার নায়ন (অঞ্চল-১)।

অভিযানে ৯০টির বেশি রেস্তোরাঁ ও দোকানপাট পরিদর্শন করা হয়। এসময় বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স না থাকার কারণে মামলাসহ জরিমানা আদায় করা হয়।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়