ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

র‌্যাব যারা সৃষ্টি করেছে, তারাই সমালোচনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২০ জানুয়ারি ২০২২  
র‌্যাব যারা সৃষ্টি করেছে, তারাই সমালোচনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সৃষ্টি করেছে, তারাই এর সমালোচনা করছে।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুস্কৃতকারীরা যদি পুলিশের ওপর আক্রমণ করে, তাহলে পুলিশ আত্মরক্ষার জন্য ব্যবস্থা নেবে। সব দেশেই এনকাউন্টার হয়।’

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘র‌্যাব যে ভালো কাজ করছে, সেগুলো তাদের চোখে পড়ে না। র‌্যাব জঙ্গি দমন করছে, মাদক কারবারিদের ধরছে, সীমান্তে অপরাধ দমনেও কাজ করছে। সুন্দরবনকে আমরা দস্যুমুক্ত করেছি। এতে নাগরিকরা উপকৃত হচ্ছেন। সুন্দরবনের দস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‌্যাব।’

র‌্যাবের সৃষ্টি রাজনৈতিক কারণে হয়েছিল কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সে বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দিলাম।’

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে যেখানে দেখতে চেয়েছিলেন, আমরা এ বাহিনীকে সেই মর্যাদায় নিয়ে যেতে পেরেছি। তারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে।’

জেলা প্রশাসকদের পক্ষ থেকে জুয়া আইনে শাস্তি বাড়ানোর আবেদন জানানো হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনটি ব্রিটিশ আমলে করা। কবে, কোথায়, কে করেছিল, জানি না। শাস্তি বাড়াতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সমন্বয় করে এ আইনকে হালনাগাদ করতে বলা হয়েছে।’

আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়