ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলা প্রাঙ্গণে হার্ডওয়ার-রঙ-ইলেকট্রিকের দোকান

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২২:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
বইমেলা প্রাঙ্গণে হার্ডওয়ার-রঙ-ইলেকট্রিকের দোকান

রমনা‌ কালি ম‌ন্দি‌রের গেট দি‌য়ে বইমেলায় ঢু‌কে অবাক হ‌তে হ‌লো। মেলার মাঝমাঠে শ‌য়ে শ‌য়ে বি‌ভিন্ন কোম্পা‌নির র‌ঙের কৌ‌টা, পে‌রেক, ইলেক‌ট্রিক তার, স‌কেট, হোল্ডার, ইয়া বড় বড় এলইডি লাইটসহ বি‌ভিন্ন হার্ডওয়ার সামগ্রী মা‌টি‌তে বিছা‌নো। সেসবের সাম‌নে অনেক মানুষের জটলা। অনেকটা গ্রা‌মের ছোটখা‌টো বাজা‌রের ম‌তো।

লোকজ‌নের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, প্রকাশক‌দের সু‌বিধার কথা বি‌বেচনা ক‌রে মেলা‌তে চারটি দোকান তা‌দের পণ্য নি‌য়ে এসেছে। এখান থে‌কে প্রয়োজনীয় পে‌রেক থে‌কে শুরু ক‌রে রঙ, ইলেক‌ট্রিক সাম‌গ্রী কি‌নে নি‌য়ে প্রকাশকরা তা‌দের স্ট‌লে ব্যবহার কর‌ছেন। এতে প্রকাশক‌দের সময়-অর্থ দু‌টোই সাশ্রয় হ‌চ্ছে।

আব্দুল আজীজ হাজার ছ‌য়েক লাইট নি‌য়ে মেলার মা‌ঠে এসেছেন বু‌ড়িগঙ্গার ওপার থে‌কে। তার একেকটি লাইটের দাম ৮০ টাকা। এগু‌লোর কো‌নো গ্যারা‌ন্টি নেই ব‌লেও জানান তি‌নি। ত‌বে ৩-৪ মা‌সে কিছু হ‌বে না ব‌লেও আশ্বস্ত করেন আজীজ। বি‌ক্রি ভা‌লো হওয়া‌তে মনটাও বেশ ফুরফু‌রে, বসন্ত বাতা‌সের ম‌তো। 

ম‌দিনা হার্ডওয়া‌রের জু‌য়েল মিয়া এসে‌ছেন নিমতলী থে‌কে। তি‌নি জানান, বি‌ক্রি ভা‌লো। রঙ থে‌কে শুরু ক‌রে হার্ডওয়া‌রের সব আইটেম আছে। যা মালামাল এনেছেন প্রায় শেষ। 

ইনসাফ হার্ডওয়া‌রের নূর হো‌সেন হার্ডওয়া‌রের পাশাপা‌শি ইলেকট্রিক সব আইটেম এনেছেন। তার সব মালামাল বি‌ক্রি শেষ। টুকটাক যা কিছু আছে, সেগু‌লো গো‌ছাচ্ছেন। 

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়