ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাইকোর্ট মাজার মসজিদে মুসল্লির ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩১, ১৯ মার্চ ২০২২   আপডেট: ০৪:০০, ১৯ মার্চ ২০২২
হাইকোর্ট মাজার মসজিদে মুসল্লির ঢল

পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে। 

শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাইকোর্ট মাজার মসজিদে ভেতরে বাইরে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ। বাইরে পুলিশি তল্লাশিতে সুশৃখল ও সারিবদ্ধভাবে মুসল্লিদের মসজিদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে আবার বাইরে যেতে হচ্ছে সারিবদ্ধভাবে। 

আরো পড়ুন:

বাদ এশা থেকে নফল নামাজ, জিকির আজকার, এবাদত বন্দেগিতে মশগুল এখানকার মুসল্লিরা। এ সময় অনেককেই দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে দেখা গেছে। কেউ কেউ গুনাহ ক্ষমা প্রার্থণায় নীরবে অশ্রু ঝরাচ্ছেন। দেশ ও জাতির হেফাজতের জন্য, হালাল রিজিকের জন্য, মা-বাবা পরিবারের জন্য মহান রবের গায়েবি সাহায্য চেয়ে মোনাজাত করছিলেন মসজিদে আসা মুসল্লিরা। 

তাহাজ্জুদ নামাজ ও  ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বিনিদ্র রজনী শেষ করবেন মুসল্লিরা। এখানে রোজা পালনে মুসল্লিদের জন্য তবারুকের ব্যবস্থা করেছে মসজিদ কর্তৃপক্ষ। এখানে জামাতে হবে সালাতুস তাসবিহর নামাজ। 

ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হবে। 

নঈমুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়