ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৩ মে ২০২২   আপডেট: ১৮:০৩, ৩ মে ২০২২
ঈদের দিন রোলার কোস্টার থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু 

শ্যামপুরে রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) দুপুরের পর পর এ ঘটনা ঘটে।  

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রলয় কুমার সাহা রাইজিংবিডিকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সে কীভাবে কোস্টার থেকে পড়ে গেল, তা জানার চেষ্টা করা হচ্ছে। 

জানা গেছে, নিহতের নাম মো. বাপ্পি (১২)। তার বাসা পুরান ঢাকার গেন্ডারিয়ায়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। 

ঈদের দিনে আনন্দ করতে রাব্বিসহ একই এলাকার পাঁচ বন্ধু মিলে শ্যামপুর ইকো পার্কে ঘুরতে যায়। সেখানে রোলার কোস্টারে (নাগরদোলা) ওঠে। এরপরই রাব্বি নিচে পড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা/মাকসুদ/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়