ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিতে চলবে ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৩০ জুন ২০২২  
‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিতে চলবে ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ব্যাংকগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি প্রয়োগ করাসহ বেশকিছু বিষয় মেনে চলার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে কোভিড-১৯-এর আক্রান্তের হার আবারও বৃদ্ধি পাওয়ায় তফসিলি ব্যাংকগুলোকে বেশকিছু বিষয় পরিপালন করতে হবে। এগুলো হলো—ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের সকল ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা। ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কর্মকর্তা/কর্মচারীদের জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করা।

এনএফ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়