ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুটওভার ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার 

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ৩০ জুলাই ২০২২  
ফুটওভার ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার 

রাজধানীর যাত্রবাড়ীর সাইবোর্ড এলাকার একটি ফুটওভার ব্রিজের নিচ থেকে নাম না জানা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কয়েকজন ব্যক্তি বলেন, যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড ফুটওভার ব্রিজের উপর থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিচে পড়ে যান। পরে আমরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানান। 
মারা যাওয়া ব্যক্তির পরনে হলুদ রঙয়ের ফতুয়া ও চেক লুঙ্গি ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে
 

বুলবুল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়