ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুটা‌নে পাঁচ দিনের সফর শেষে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১০ সেপ্টেম্বর ২০২২  
ভুটা‌নে পাঁচ দিনের সফর শেষে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রা‌তে তিনি ভুটান থে‌কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে না‌মেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ প্রমুখ।

গত ৪ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভা সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল অর্গানাইজেশনের পাঁচ‌ দি‌নের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটানে যান স্বাস্থ্যমন্ত্রী।

আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিষদ আকা‌রে তুলে ধরেন। একইসঙ্গে মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ দিকনির্দেশনা ও সার্বিক পরামর্শের কথাও উল্লেখ করেন।

গত ৬ সেপ্টেম্বর ভুটানের পারো শহরের হোটেল লা মেরিডিয়ানে ভারতের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. ভারতী প্রভীন পাওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন জাহিদ মালেক। এসময় তিনি করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়া/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়