ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ থেকে ১২ নভেম্বর গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে কিছু এলাকায়

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ৫ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:১৪, ৫ নভেম্বর ২০২২
৬ থেকে ১২ নভেম্বর গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে কিছু এলাকায়

ফাইল ফটো

গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

এতে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম চালাবে। এই সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়