ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাধ্য হয়ে সরকার অনুমতি দেবে না: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৬ নভেম্বর ২০২২  
বাধ্য হয়ে সরকার অনুমতি দেবে না: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী 

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে সেখানেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২’- এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। এতো বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না। সরকারের কোনও বাধ্যবাধকতা নেই। সবথেকে যেখানে ভালো সেখানেই সরকার অনুমতি দেয়। 

তিনি বলেন, তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনও অফিসিয়াল অনুমতি এখনও আসেনি। বিএনপি আমাদের কাছে এসেছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। 

সাংবাদিকদের অপর প্রশ্নে মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। 

ঢাকা/মাকসুদ/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়