ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩৮, ১ জানুয়ারি ২০২৩
দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

ফাইল ফটো

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস এসে পড়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, দুর্ঘটনা রোধে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গতকাল রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফানুস ওড়ানো হয়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। এ কারণে সকালে দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে চলতি বছর এসবে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারপরও ফানুস ওড়ানো হয়।

আরো পড়ুন: বৈদ্যুতিক তারে ফানুস, মেট্রোরেল চলাচল বন্ধ

হাসান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়