ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ১৭ জুলাই ২০২৩  
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

সোমবার (১৭ জুলাই) সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কর্মসূচি উদ্বোধনকালে স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি। কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই।

তিনি  বলেন, বৃক্ষরোপণ পরিবেশে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করে। এ সময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে  বৃক্ষরোপণ  করার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএএম/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়